এই যুগে যদি কেউ হয়,
একটু সরল সোজা।
দেখবেন তখন তাকে নিয়ে,
করবে লোকে মজা।
বানিয়ে ওরা জোকার তাকে,
করবে অট্টহাস্য।
যেন ও দেখতে মানুষ হলেও,
আসলে কোনো পোষ্য।
আবার যদি এই জীবনে,
হয় কেউ ব্যার্থ।
বলবে ওর বেঁচে থাকার,
নেই কোনো অর্থ।
যেন ওরা সব কিছুতেই,
সব কাজেতেই পটু।
ওদের কাছে এই ব্যার্থতা,
তাই বড়ই দৃষ্টিকটু।
আবার যদি এই জীবনে,
হয় কেউ সফল।
যুক্তি দিয়ে বুঝিয়ে দেবে,
ও আসলে বিফল।
অথবা তারা হিংসা করবে,
বলবে মিথ্যা সব।
যা এতদিন শুনেছে মানুষ,
পুরোটাই গুজব।