প্রতি বছরই হবে পুজো,
হবে দুর্গা ঠাকুর।

এই বছর পারলে থাকো,
এই সব থেকে দূর।

কি এসে যায় এক বছর,
না দেখলে পুজো?

পরের বছর না হয় একটু,
বেশি করেই সেজো।

থাকে যদি প্রাণটা তোমার,
তবেই তো আনন্দ।

সেটাই যদি না থাকে তো,
তখন সবই মন্দ।

এসব শুনেও কিছু মানুষ,
ভিড়ের মধ্যে যাবে।

রাস্তা থেকে খাবার কিনে,
আগের মতোই খাবে।

বলবে তারা বিধাতা যদি,
রাখে মৃত্যু লিখে।

মরবো না হয় সবাই মিলে,
আমরা ঠাকুর দেখে।