যেদিন আমি ভোর বেলাতে,
পাঠাই তোমায় শুভেচ্ছা।

সেদিন দেখি বিছানা ছাড়তে,
করে না তোমার ইচ্ছা।

আবার থেকেও অনলাইনে,
পড়োনা যখন লেখাটা।

মনে হয় যেন তোমার সাথে,
করবো না আর দেখাটা।

আজকাল দেখি সব সময়ে,
করাও আমায় অপেক্ষা।

জানি এই সব ই ইচ্ছা করে,
করতে আমায় উপেক্ষা।

কোনো কথায় রাগ করলে,
নিতে তুমি তার শোধ।

এই ভাবেই কি আজকাল,
নাও তুমি প্রতিশোধ?

জানি তুমি পাল্টে গেছো,
ভালো আর বাসো না।

তাই কি তুমি আমার সাথে,
এখন আর মেশো না?