স্বর্ণশিখর ছুঁয়েছে উজানী মেঘ
যেই মেঘ ভেঙে বরিষণ অকারণ-
প্রজাপতি-ক্ষণে এলোকেশী গতিবেগ,
যুবতীর স্নান যেন অকালের শ্রাবণ।
সে তো খোঁজে সুধা মৃগাঙ্ক পদতলে।
বীণ-তার যেন জ্যোতিষ্করূপী জটা,
ভাসে দুই পা বেত্রবতীর জলে।
ওর কণ্ঠের হারে মুক্তোর ঘনঘটা!
দারুচিনি দ্বীপে উদাসিনী নারী একা
যার শুক্লপক্ষে জ্যোৎস্নারঙিন দিঠি।
মুহুর্তটানে শিলালিপি জুড়ে রেখা,
যেই রেখাস্রোতে বিঁধে যায় আলোচিঠি।
বাঙ্ময় নদী, তবু নীরব শব্দপ্রজা
এই নীলাচলে তারার অবাধ গতি,
বাসন্তীরোদে আঁখিপল্লবও বোজা
পদ্মপাতায় ঘুমিয়েছ, সরস্বতী?