চাঁদের মহব্বতি রাত,আর কতক্ষণ গান শোনাবে হাসনুহানাকে?
জোছনার কালশিটে পরা শরীর থেকে সরাও তোমার ইশক-লাগা হাত।
নীলচে নশিলি শায়েরির ঘামে ভিজে এই সেতার।শর্মিলি।
দুছত্র গালিব রেখে দিয়ো পানপাত্রের পাশে,লক্ষ্ণৌ আতরে ডুবিয়ে।
খুলে দাও বেহেস্তের সব জানালা।ঢালো সুবাস,অলবেলি চামেলি!
আজ জন্নত জেগে উঠছে আমার গলির মায়াবী কোণে-
সুর্মায় এঁকে দাও দৃষ্টির পথ,শরাবে ফেলো আরো দুটো গোলাপ পাপড়ি।
সময় ঘন কালো রসে ভিজিয়ে দিয়েছে চেতনা,
করাতের মতো মহাকাল আমার শরীরে কাটছে আগুনের ফুলকি।
তবু খোয়াবের সিঁড়ি ভেঙে উঠছে গুলাবী সিতারার সুর...
ধোঁয়ার ওইপারে গজলবাগিচায় যে বেণী বাঁধছেন বেগম আখতার!