এক বৃষ্টিস্নাত দিনের শেষ বিকেলে
অসীম দিগন্তের চরে ছবি আঁকে
ঘন মেঘের রং তুলি,
নিরুদ্দেশ রোদ্দুরের খোঁজে
মেঘের ঠিকানায় পাঠিয়ে দিলাম
একখানা উড়ো চিঠি।
গোধূলির শেষ আলোয়
পাখিরা ফেরে আপন নীড়ে
সন্ধ্যা নামে রাতের আভাসে,
একফালি মেঘ সরে যায়
উড়ো চিঠির সন্ধানে
চাঁদ উঠে গগন ঘেষে।।
অমিতাভ চক্রবর্তী,
৩০/১২/২০২৪ ইং