হে প্রিয়তমা, আমার জীবনে তুমি
এনেছিলে প্রথম প্রেম,
চৈতালী বসন্ত বাতাসে রিমঝিম হাওয়ায়
মরীচিকা হয়ে তুমি আমার হৃদয়ে
বাজিয়েছিলে পাঞ্চজন্য।

বাসন্তী হাওয়ায় আজ পলাশের সৌরভ,
কৃষ্ণচূড়ায় লেগেছে রঙ,
আমার আকিঞ্চন হৃদয়ে শুধুই
তোমারই হিমেল পরশ
পথ চেয়ে বসে থাকি তোমারই জন্য।

হে প্রিয়তমা, তুমি আসবে কাছে
লাগবে প্রেমের ছোঁয়া,
লাল গোলাপের কণ্টক বিদ্ধ হবে
তোমার কোমল হাতে।

তুমি হবে জোয়ার, আমি ভাটা,
রিমঝিম ভালোবাসায় হৃদয় সমুদ্রে
উঠবে সুনামীর ঢেউ,
তবু আমরা থাকবো এই অন্তরীক্ষে
দুজন দুজনকে ভালোবেসে।

আমার কল্পনার তুলি তোমার ভালোবাসায়
পড়ন্ত বিকেলে নীলাকাশে রামধনু আঁকে,
কি অপরূপ সৌন্দর্য
যেন প্রতীক্ষার অবসান স্বপ্নের দিগন্তে।।

রচনা কাল -30/03/2007 ইং