অনেকটা সময় চলে যায়
জীবনের কথামালার সংকলনে,
তবুও জীবনের কিছু চিত্র কথা
অসমাপ্ত থেকে যায় অন্তঃকরণে।

   সহস্র অনু গল্প জমে থাকে
জীবন নদীর স্মৃতি মাখা তীরে,
     কালের স্রোতে ভেসে চলে
কখনো একা, কখনো অতীতের ভিড়ে।।

১৬/০৩/২০২৫ ইং