কেটে গেছে প্রায় বছর কুড়ি
সালটা ছিল দু হাজার এক,
জীবনের রঙ্গমঞ্চে অভিনীত
সেই দিন গুলি আজ স্মৃতিস্মারক।

সেই অবিভক্ত উত্তরের জেলাসদরে
ঐতিহ্যবাহী রামকৃষ্ণ মহাবিদ্যালয়,
উচ্চ শিক্ষার এই অন্যতম পীঠস্থানে
শুরু হয়েছিল জীবনের নতুন অধ্যায়।

অজয় কুমার ভট্টাচার্য অধ্যক্ষ
  ছিলেন অনেক প্রথিতযশা শিক্ষক,
আরডি স্যার, সঞ্জীব স্যার, সুরজিৎ চক্রবর্তী
মণীশ স্যার সহ অনেক স্বনামধন্য অধ্যাপক।

গোধুলি বেলায় ভ্রমণ মনু নদীর তীরে
মনে লাগতো হাজারো দোলা,
অনেক স্মৃতিময় ছিল সেই দিনগুলো
      সে কি আজ যায় ভূলা?

নতুন উদ্দীপনায় শুরু হয়েছিল পথ চলা
অতীত দিনের স্মৃতি আজ হয় অনুরণিত,
কৈলাশহরের প্রানকেন্দ্রে নেতাজী কর্নার
সান্ধ্য অবসরে সহপাঠীরা হতো মিলিত।

তিনটি বছর পেরিয়ে যায় অবলীলায়
জীবনের বৃহত্তর ক্ষেত্রের উন্মোচন,
আজ কেউ চাকুরী কেউবা ভালো বানিজ্যে
অধিকাংশই নিজেকে করেছে সংযোজন।।

রচনা কাল - জুন, ২০২০ ইং
পরিমার্জন - ৩১ শে মে, ২০২৪ ইং