শীত পড়েছে বেশ জাকিয়ে
পৌষের আমন্ত্রণে,
শীতের আমেজ মিশে আছে
নতুন ধানের ঘ্রাণে।
হাড় কাঁপানো শীতের সকালে
ঘন কুয়াশার বিচরণ,
কুয়াশা মাখা রোদের আলোয়
শীতের অনুরণন।
দুপুরের মিঠে রোদ গায়ে মেখে
ব্যস্ততার অবসরে,
শীতের আনন্দ বাড়ে
চড়ুইভাতির আসরে।
হিম শীতল বাতাস বয়
শীতের পড়ন্ত বিকেলে,
মুচকি হেসে সূর্য ডুবে
নিবিড় কুয়াশার আড়ালে।।
অমিতাভ চক্রবর্তী,
১৪/১২/২০২৪ ইং