চুপটি মেরে বসে আছে গাছের মগডালে,
নিঝুম অরণ্যে ঝোপের ছায়ার আড়ালে।
জীবনের এই গীতিমঞ্চে সাময়িক বিরতি,
অকুতোভয় এই পথ নির্দেশনায় কিযে দুর্গতি।
চাঁদনী রাতে কোমল আভায় স্বপ্নের অবলোকন,
শরৎ ঋতুর সূচনায় হবে যে দেবীর আবাহন।
ভোরের শিশির ভেজা আঙ্গিনায় শিউলির স্নিগ্ধতা,
ভিন্নতর শারদ উৎসব হবে এবার যেন এক নীরবতা।
ঋতুচক্রের আবর্তনে নীলাকাশে সাদা মেঘের ভেলা,
নদীতীরে শ্বেতশুভ্র কাশফুল মনে দেয় দোলা।
নতুন দিনের অবকাশে মুছে যাবে সব গ্লানি ,
সময়ের স্রোতে মন্থরতা কাটিয়ে সচল হবে এই ধরণী।

রচনা কাল - 20/08/2020ইং