যায় যায় পৌষ
শীতের নেই কোন রেশ,
শীত মানে না আজ
শীতকালের অনুশাসন,
বসন্তের আনাগোনা
এই পৌষের দিনে।
খেয়ালী প্রকৃতি ,খেয়ালী রূপ
জলবায়ু পরিবর্তনের প্রভাব,
হারিয়ে গেছে উত্তুরে হাওয়ার দাপট
পৌষের শীত উধাও,
ফিরবে কি শীত আর চেনা ছন্দে?
অমিতাভ চক্রবর্তী,
০৭/০১/২০২৫ ইং।