শেষ চৈত্রের ক্লান্ত দুপুরে
      বসে থাকি আনমনে,
ঝরা পাতা উড়ে চলে
         দখিনা বাতায়নে।

চৈত্রের শেষ বিকেলে
রক্তিম আভা পশ্চিম গগনে,
বিকেল পেরিয়ে সন্ধ্যা নামে
পাখিরা উড়ে চলে নীড়ের টানে।
  
চৈত্রের রাত্রি শেষে
     আসে যে নতুন বৈশাখ,
পুরাতনের অবসানে
      নতুন আগামীর ডাক।

অমিতাভ চক্রবর্তী,
       ১৪/০৪/২০২৫ ইং