বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় 'রেমাল'
সিত্রাং, মোকা, হামুন, মিধিলির পর,
নামগুলো যে শ্রুতিমধুর প্রতিশব্দ
কিন্ত তাদের রূপ চরিত্র যে ভয়ংকর।

প্রলয়ের বিভীষিকা নিয়ে ধেয়ে আসে ঝড়
এই বারের ঘূর্ণিঝড়ের নাম দিয়েছে 'ওমান',
  আরবী শব্দ 'রেমাল'  যার অর্থ বালি
  পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে করছে অবস্থান।

    অতি প্রবল ঘূর্ণিঝড় 'রেমাল'
   প্রবল বেগে ধেয়ে আসছে উপকূলে,
আঘাত হানতে পারে ভারত বাংলাদেশে
আম্ফানের ভয়ংকর স্মৃতি আমরা যাইনি ভুলে।।

অমিতাভ চক্রবর্তী,
২৫/০৫/২০২৪ ইং