বসন্তের বিকেলে ঝিলের পাড়ে বসে
চেয়ে থাকি দূর দিগন্তের পানে,
পাখিরা উড়ে যায় গন্তব্যের পথে
দিনের শেষে নীড়ের টানে।
ঝিলের ধারে উঁচু গাছের ডালে
রক্তিম আভা ছড়ায় শিমুলের ফুল,
সবুজ পাতার ফাঁকে উঁকি দেয়
স্বর্ণালী আমের মুকুল।
কুসুমিত কাননে রঙের ছোঁয়া
দখিন হাওয়া লাগে প্রাণে,
পলাশ ফুলে অরণ্যের অগ্নিশিখা
ঋতুরাজ বসন্তের আগমনে।।
১০/০৩/২০২৪ ইং