জোড়াসাঁকোর রবি তুমি
বিশ্বের কবি,
তোমার সাহিত্য রচনায়
নব চেতনার ছবি।
সাহিত্যের অকৃত্রিম ডালি
বিশ্বের দরবারে,
করেছিলে প্রতিষ্ঠা তুমি
এই জগৎ-সংসারে।
তোমার সাহিত্য সৃষ্টি
প্রেরণা বাস্তবতার,
রামধনুর রং এ মিশে
নীল দিগন্তে একাকার।
পঁচিশে বৈশাখে যেন
অনুভূতির সিঞ্চনে,
রবি ঠাকুর থাকেন
সজীবতার স্মৃতিচারণে।
সাহিত্যে নোবেল পুরস্কার
তোমার শ্রেষ্ঠ স্বীকৃতি,
তোমার স্মৃতি স্মারক
শান্তিনিকেতন বিশ্বভারতী।
সাহিত্য জগৎ সিক্ত আজও
তুমারি কাব্যরসে,
উজ্জ্বল ধ্রুবতারা তুমি
সাহিত্যের মধ্যাকাশে।।
রচনা কাল -
২৫ শে বৈশাখ, ১৪২৬ বঙ্গাব্দ