বিদ্রোহী কবি কাজী নজরুল
স্মরণীয় বাংলার জনমনে,
উজ্জ্বল, চির ভাস্কর তুমি
বাংলা সাহিত্যের মধ্য গগনে।
জন্মস্থান চুরুলিয়া গ্রাম
অধুনা জিলা পশ্চিম বর্ধমান,
সারাজীবন তুমি গেয়েছিলে
মানবতা ও সাম্যের জয়গান।
তোমার কাব্য ও সংগীতে
ছিল বিদ্রোহের অবতারণা,
এই সাহিত্য সৃষ্টি যুগিয়েছিল
স্বাধীনতা সংগ্রামে প্রেরণা।
তাইতো বাংলা সাহিত্যে
তুমি এক মহান ব্যক্তিত্ব,
এপার ওপার দুই বাংলাতেই
তোমার কবি সত্তা সমাদৃত।
অগ্নিবীণা , বিষের বাঁশি
তোমার ক্ষুরধার কাব্যের ডালি,
তোমার উল্লেখযোগ্য শিশু রচনা
খুকী ও কাঠবিড়ালী।
মুক্তির বার্তা হয়েছে ধ্বনিত
তোমার অনবদ্য রচনায়,
যুগ-যুগান্তরে থাকবে তুমি
আমাদের স্মৃতির মণিকোঠায়।।
অমিতাভ চক্রবর্তী
(নজরুল জন্ম জয়ন্তী উপলক্ষে শ্রদ্ধার্ঘ্য)