পৌষালী প্রভাতে শীতের আমেজ
কুয়াশার চাদর সুদূর দিগন্ত পানে,
নবান্নের ঘ্রাণে খেজুরের রসে
যেন পৌষ পার্বণের প্রহর গুণে।
পিঠে পুলির আয়োজন শীতের আবহে
শিশির সিক্ত ঘাসের কোমল আবেশ,
বেজে উঠে বর্ষ বিদায়ের মুহুর্ত
শীতের রাত যেন নিস্তব্ধতার পরশ।
উত্তুরে হিমেল হাওয়ার অনুভূতি
চায়ের চুমুকে খুঁজে পাওয়া উষ্ণতা,
প্রভাতী রবির কিরন যেন অসহায়
কুয়াশার আড়ালে শুধুই মৌনতা।
মেঠোপথের দুপাশে সবুজের বাহার
শৈত্য প্রবাহের মাঝেও নেই বিরতি,
কৃষক বন্ধুদের নিত্যকার কর্মধারা
শীতলতা যেন এক অন্য অনুভূতি।।
১৯/১২/২০১৯ ইং