আমি চলে যাই এক চেনা গাঁয়ে
          এই শহর থেকে খানিক দূরে,
নেই সেথায় কোলাহল, নেই মানুষের ভিড়
  স্নিগ্ধতার আবেশ সবুজের প্রান্তরে।

শৈশবের কত হিমশীতল স্মৃতি জমে আছে
আজও উঁকি দেয় শত ব্যস্ততার আড়ালে,
শান্ত নদীর তীরে নির্মল সমীরণ
প্রকৃতির মাঝে বসে থাকি পড়ন্ত বিকেলে।

মেঘ জমেছে আজ  দিগন্তের সীমানায়
হয়তো নামবে বারিধারা দিনের শেষে,
বাতাসে ভেসে বেড়ায় স্বর্ণচাঁপার ঘ্রাণ
পথের বৃক্ষ তলে জিরিয়ে নেই অবকাশে।
    
এক গোধূলি সন্ধ্যায় মেঘ ঝরে বৃষ্টি নামে
    দমকা হাওয়ার সাথে বিদ্যুৎ চমকায়,
সন্ধ্যা প্রদীপ জ্বলে, নেমে আসে আঁধার
বসে থাকি আমি বৃষ্টি থামার অপেক্ষায়।।

১৯/০৫/২০২৪ ইং