অচেনা শহরের অলিগলিতে
কেটেছে বছর কয়েক,
ব্যস্ত শহরের ব্যস্ত রাজপথে
মিশে আছে স্মৃতি অনেক।
চেনা রাস্তার অচেনা বাঁকে
হারিয়ে গিয়েছি মানুষের ভিড়ে,
কোনো এক গোধূলি বেলায়
চলেছি অচেনা আলো আঁধারে।
গগনচুম্বী ইমারত শহরের বুকে
দাঁড়িয়ে থাকে মিঠে রোদ গায়ে,
স্বপ্নের শহরে স্বপ্ন রঙিন উপমায়
দিন চলে গেছে প্রত্যাশা নিয়ে।
এই শহরের বুক চিরে
ঘুরে এসেছি কত চৌরাস্তায়,
আজ এই শহর আগরতলা
সেজে উঠেছে আধুনিকতায়।।
২৫/০২/২০২৪ ইং