শরতের গোধূলি হেসে খেলে বেড়ায়
আকাশের লালাভ আবরনে,
অগ্নিময় সূর্য রশ্মির নীরব ভাবনায়
তাপের অনুরণন রৌদ্রদগ্ধ দিনে।
নীলাকাশে সাদা মেঘের দৃশ্যপটে
শুভ্র কাশের বনে আগমনীর গান,
কিন্তু প্রকৃতির এক অচেনা রূপে
প্রখর খর তাপে ওষ্ঠাগত প্রাণ।
আজ শরতের এই তপ্ত দিনে
হারিয়ে গেছে কবিতার সুর,
এখনো যে আসতে অনেক দেরি
শরতের শিশির সিক্ত ভোর।।
অমিতাভ চক্রবর্তী,
২০/০৯/২০২৪ ইং