নবীনের আবাহনে এই প্রভাতের সূর্য
           ছড়িয়ে দেয় নতুন আলো,
নবীন ছোঁয়ায় উদ্ভাসিত আলোয়
       ১৪৩২ সবার কাটুক ভালো।

সময়ের ছন্দে প্রবহমান পথে
            বৈশাখ এলো ফিরে,
রঙিন আবেশে প্রাণের ছোঁয়া
    আজ এই বৈশাখী ভোরে।

   নতুন বছরের নতুন দিনলিপি
          হয়ে উঠুক স্বপ্ন রঙিন,
  নতুন সূর্যের সোনালী আভায়
    পুরনো সব গ্লানি হোক বিলীন।।

          শুভ নববর্ষ
১লা বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ।