নিঃশব্দে কেটে যায় একটি বছর
চাওয়া পাওয়ার জটিল সমীকরণে,
স্মৃতির পাতায় লিখে রাখা কাব্যমালা
বছর শেষে উঁকি দেয় মনের পত্ররন্ধে।
এক শীতের ভোরে পৌষের দিনে
এই তো সেদিন এসেছিল চব্বিশ,
সময়ের তাগিদে ক্যালেন্ডারের পাতা উল্টে
বিদায় নেবে ডিসেম্বর, আসছে নতুন পঁচিশ।
বছর শেষে এক শীতের বিকেলে
অতীতের গল্প গুচ্ছ ভিড় করে মনের কোণে,
সহসা নিভে যায় দিনের আলো
দিন গড়িয়ে যায় আসা-যাওয়ার ছন্দে।।
অমিতাভ চক্রবর্তী,
২৫ শে ডিসেম্বর, ২০২৪ ইং।।