কাজল কালো মেঘ জমেছে দিগন্তের সীমানায়,
   সন্ধ্যা রাতে বৃষ্টি ঝরে অঝোর ধারায়।
কিছুটা প্রশমিত হয়েছে  দিনের উষ্ণতা,
বৃষ্টি ভেজা রাতে নেমে আসে নিঝুম নিরবতা।
মনের কোণে জমে আছে শ্রাবণ মেঘের স্মৃতি,
দিনের রোদ্দুর নিয়েছে আজ সাময়িক বিরতি।
বহমান নদীর জল স্রোত, টইটুম্বুর জলাশয়,
বর্ষণ সিক্ত পথ খুঁজে পাই জোনাকির আলোয়।
হে বৃষ্টি , তোমাকে আতিথেয়তা করার নেই প্রয়োজন,
তুমি আসবে, তুমি যাবে, সে তো জলচক্রের আবর্তন।।

অমিতাভ চক্রবর্তী,,
২৭/০৫/২০২৪ ইং।।