আকাশ জুড়ে  কালো মেঘের ঘনঘটা,
দিনভর ঝরছে অবিরাম বৃষ্টির ফোঁটা।
কালো মেঘ উড়ে যায় দূর থেকে বহু দূরে,
এসেছে আষাঢ়, মুষল ধারায় বৃষ্টি ঝরে।

বৃষ্টি ভেজা দিনে ব্যাহত জীবনের গতি,
     সূর্য রশ্মির দিন কয়েকের বিরতি।
বর্ষার দৃশ্য বসে দেখি ভেজা  জানালায়,
বর্ষা ঋতু সেজেছে তার আপন মহিমায়।

সাগরের রূপ ধারণ করেছে বিস্তীর্ণ মাঠ,
        জলে পরিপূর্ণ অনেক পথ ঘাট।
এই ভ্রুকুটি সরিয়ে উঠবে নতুন রবির কিরণ,
বৃষ্টির কাছে করবনা আমরা আত্মসমর্পণ।।

রচনা - ১৮/০৬/২০২২ ইং