ত্রিপুরার ঐতিহ্যবাহী খার্চি মেলা
পুরাতন হাবেলীতে চতুর্দশ দেবতা মন্দিরে,
জাতি জনজাতির মিলন উৎসবে
মন্দির প্রাঙ্গণ ভরে উঠে পুন্যার্থীর ভিড়ে।
প্রথা মেনে হাওড়া নদীতে দেবতাদের পুণ্য স্নান
আষাঢ়ের শুক্লাষ্টমীতে পূজার শুরু রীতি মেনে,
সাত দিন চলে লাখো মানুষের মিলন মেলা
দোকানিরা পসরা সাজায় মন্দির প্রাঙ্গনে।
পূজো করেন রাজপুরোহিত 'চন্তাই'
ত্রিপুরার রাজন্য স্মৃতি বিজড়িত,
মন্দির প্রতিষ্ঠা করেন কৃষ্ণ মাণিক্য বাহাদুর
চতুর্দশ দেব দেবী হয়ে থাকেন পূজিত।।
অমিতাভ চক্রবর্তী
১৩/০৭/২০২৪ ইং