দিনটি ছিল ২০১০ এর ২৬ শে আগস্ট
    সকাল থেকেই অবিরাম বৃষ্টি ঝরে,
  সকাল সাড়ে আটটায় যাত্রা শুরু
চৌরাস্তার মোড় থেকে একটি ম্যাক্স গাড়ি ধরে।

এক ঘণ্টার যাত্রা শেষে পৌঁছে যাই
ত্রিপুরা-মিজোরাম সীমান্তের এক জনপদে,
জীবনে প্রথমবার দামছড়ায় যাওয়া
আঁকাবাঁকা পথ সবুজ বনানী যাত্রাপথে।

শিক্ষকতা জীবনের শুরুতে প্রথম পোস্টিং
দামছড়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে,
রসায়নের স্নাতকোত্তর শিক্ষক রূপে যোগদান
বিজ্ঞান বিভাগের যাত্রা শুরু এই শিক্ষালয়ে,

স্কুলে গিয়ে দেখা গণিতের রাজেশ সিনহার সাথে
সঞ্জয় বিশ্বাস ছিলেন পদার্থ বিজ্ঞানে,
উনারাও এসেছিলেন জয়েন করতে
সেই দিনটা আজও খুবই পড়ে মনে।

শম্ভু সরকার স্যারের হাতে জয়েনিং
সেদিন ছিলেন উনি দায়িত্বপ্রাপ্ত,
প্রধান শিক্ষক ছিলেন হেমেন্দ্র দেববর্মা স্যার
সেদিন আসেননি, ছিলেন কোন কাজে ব্যস্ত।

মোট পাঁচজন শিক্ষক করেছিলেন যোগদান
পরিচয় হয় সমীর নাথ, মিন্টু বাবুদের সাথে,
সেই দিনটা ছিল সকাল থেকেই বৃষ্টিস্নাত
আজও স্মৃতির অলিন্দে রয়েছে গেঁথে।।

অমিতাভ চক্রবর্তী
২৬/০৮/২০২২ ইং