শেষ বিকেলের ফিরতি ট্রেনে
বসে থাকি জানালার অদূরে,
পাহাড়ের শেষ সীমানা ছাড়িয়ে
স্টেশনে থামে সান্ধ্য প্রহরে।
দু একটা এক্সপ্রেস ট্রেন ক্রসিং করে
গন্তব্যের পথে বাড়ায় গতি,
জ্যোৎস্না রাতের স্নিগ্ধ আলোয়
বাইরের দৃশ্যের এক নীরব অনুভূতি।
আমি আছি আমার পথে
ভাবনায় তাকিয়ে থাকি আনমনে,
সহ যাত্রীরা ব্যস্ত হয়ে পড়ে
হয়তো নামবে পরের স্টেশনে।
ট্রেনের হুইসেল বেজে উঠে আবার
এসে গেছি আমার চেনা শহরে,
অনেক রাত হয়ে গেছে তখন
আমি নেমে এগিয়ে যাই প্ল্যাটফর্ম ধরে।।
২৯/০২/২০২৪ ইং