বসন্ত এসেছে বলেই শিমুল ফুটেছে
রক্ত লাল আভায়,
বসন্তের চিঠি এসেছে
ফাগুনের মোহনায়।
বসন্তের পলাশ ফুটেছে
আগুন রাঙা সম্ভারে,
কোকিলের কুহু তানে
বসন্ত এসেছে দ্বারে।
সোনালী আম্র মুকুল
সবুজ পাতার ফাঁকে,
বর্ণিল চিত্রপটে এসেছে ফাগুন
বসন্তের আলপনা এঁকে।
বাসন্তী বাতাসে উড়ছে
নতুন ফুলের ঘ্রাণ,
দখিনা বাতাসে বাজে
ফাগুন প্রেমের গান।।
অমিতাভ চক্রবর্তী,
১৯/০২/২০২৫ ইং।