এসেছে ঋতুরাজ বসন্ত
শিমুল পলাশের বনে,
আবির রাঙা ফাগুন এসেছে
কোকিলের কুহু তানে।
প্রকৃতিতে লেগেছে আজ
নবীন প্রাণের ছোঁয়া,
দখিন দুয়ার খুলে
বইছে ফাগুন হাওয়া।।
অমিতাভ চক্রবর্তী,
১৪/০২/২০২৫ ইং
১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ।