দিনের শেষে পড়ন্ত বেলায়
ভেসে আসে নবান্নের ঘ্রাণ,
সোনালী ধানের ছড়ায়
জেগে উঠে হেমন্তের প্রাণ।
হালকা শীতের আমেজ
হেমন্তের এই সোনালী ভোরে,
ধানের ক্ষেতে ধূসর হলুদ রং
লেগেছে সবুজ পাতার পরে।
এই হেমন্তের পরিপূর্ণতায়
প্রশান্তির ছোঁয়া কৃষকের মনে,
আদিগন্ত মাঠ জুড়ে ধানের হাসি
আজ এই হেমন্ত অগ্রহায়ণে।।
১৭/১১/২০২৪ ইং
১লা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ।