চৈত্রের শেষ বেলায় এক উষ্ণতম দিনে,
বছর শেষের ঝরা পাতা উড়ে চলে মনে।
চৈত্রের রাত্রি শেষে আসবে নতুন বৈশাখ,
পুরাতনের অবসানে নতুন আগামীর ডাক।
চৈত্রের খরতাপে জলহীন ধানের মাঠ,
গ্রাম শহরে জমে উঠেছে চৈত্রের হাট।
বছরের শেষ সীমানায় সূর্যের কিরণ প্রখর,
আকাশ পানে তাকিয়ে আছে বিস্তীর্ণ প্রান্তর।
চৈত্র সংক্রান্তিতে বসন্তের বিদায়,
এমন কত ঋতু আসে আর যায়।
শেষ দিনগুলি আবদ্ধ উষ্ণতার আধারে,
ক্লান্ত পথিক বিশ্রাম নেয় পথের ধারে।।
রচনা কাল - ১৩/০৪/২০২৩ ইং