গ্রাম বাংলার ঐতিহ্য বুড়ির ঘর
এখনো দেখা যায় গ্রামের পথ মাড়িয়ে,
আধুনিকতার ছাপ ফেলেছে আজ
সেই ঐতিহ্য অনেকটাই হারিয়ে।
পৌষের শেষ দিনগুলি ছিল ব্যস্ততায়
দিন কয়েকের পরিশ্রমে শেষ তুলির টান,
পৌষ পার্বণের চড়ুইভাতির সেই আনন্দ
আজ ডট কমের যুগে অনেকটাই ম্লান।।
১৩/০১/২০২৪ ইং