চির ভাস্কর তুমি, চির উজ্জ্বল
             হে নেতাজি, তুমি বীর,
     কিংবদন্তি মহানায়ক তুমি
         প্রতিজ্ঞা ও আদর্শে স্থির।

জানকীনাথ বসু ও প্রভাবতী দেবীর কোলে
            জন্মেছিলে কটক শহরে,
   মুক্তির দূত হয়ে ঝাঁপিয়ে পড়েছিলে
               দেশ মাতৃকার তরে।

অপরাজেয়, মহান দেশ প্রেমিক
           তুমি অনন্য ,অতুলনীয়,
অদম্য সাহস ও বীরত্বের অধিকারী
        হে নেতাজি, তুমি বরণীয়।
  
আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক
      দিয়েছিলে "দিল্লি চলো" স্লোগান,
স্বাধীনতা সংগ্রামে প্রেরণা যুগিয়েছিল
         তোমার সেই  উদাত্ত  আহ্বান।

"তোমরা আমাকে রক্ত দাও,
আমি তোমাদের স্বাধীনতা দেব"
       দৃপ্ত কণ্ঠে বলেছিলে তুমি,
   আজ জন্মদিনে সশ্রদ্ধ চিত্তে
তোমার শ্রী চরণে শতকোটি প্রণমি।।

                 অমিতাভ চক্রবর্তী,
                 ২৩/০১/২০২৪ ইং
           ------------

নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৮ তম জন্ম দিবস উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি।।