গ্রীষ্মের এক নির্জন দ্বিপ্রহরে
বকুল তলায় বসে থাকি গল্পের ভাবনায়,
পাতার আড়ালে চুপটি মেরে বসা পাখিটি
হঠাৎ ডানা মেলে উড়ে চলে যায়।
মেঘের আকাশে আজ বৃষ্টি নেই
আছে কালবৈশাখীর পূর্বাভাস,
তপ্ত দুপুরে পথ-প্রান্তরে ছড়িয়ে আছে
কৃষ্ণচূড়ার রক্তিম উদ্ভাস।
জীবনের অণুগল্প লিখতে গিয়ে
অনুরণিত হয় অতীতের স্মৃতি কথা,
এই গ্রীষ্মের অগ্নিঝরা তপন তাপে
বিলীন হয়ে যায় গল্পের সম্পৃক্ততা।।
অমিতাভ চক্রবর্তী,
১৪/০৪/২০২৪ ইং