আমি হারিয়ে যাই অজানার ভিড়ে,
হারিয়ে যাই বিচিত্র রহস্যের মাঝে;
আমি চলে যাই স্বপ্নলোকের নীড়ে,
এক অচেনা মানচিত্রের খুঁজে।
সাগরের বুক চিরে এক নির্জন দ্বীপে,
বালির স্তূপে খুঁজে বেড়াই পথের সীমানা;
সূর্যাস্তের চিরন্তন মায়াবী রূপে,
দিগন্তে ভেসে চলে উড়ন্ত ধূলিকণা।
ছুটে চলি এক গন্তব্যহীন পথে,
অজানায় ঘনীভূত রহস্যের সন্ধানে,
ঘুম ভেঙে যায় মাঝ রাতে,
জেগে উঠি বাস্তবের অনুরণনে।।
অমিতাভ চক্রবর্তী,
২৬/০২/২০২৫ ইং।