আজ দুজনার দুটি পথ দুটি দিকে গেছে বেঁকে
আমি আছি যেই পথে
তুমি নেই সেই পথে
হয়তো দুজনার দেখা আর হবে না একসাথে।
জীবন গিয়েছে চলে কুড়ি কুড়ি বছরের পার
আবার যদি দেখা হয় তোমার আমার
তখন তুমি আর আমি এক এক দিকে
দুজনার পথ দুটি দিকে গেছে বেঁকে।
পথে আবার যদি দেখা হয় তোমার আমার
তখন তুমি হারিয়ে গেছো জীবনে আমার
যখন তুমি অন্যের বুকে মাথা রেখে ঘুমিয়ে আছো বিভোরে
তখন আমি একলা বসে নিরালায় একঘরে।
মনে পড়ে তোমার মুখ মনে পড়ে তোমার হাসি
তখন শীতল হাল্কা হাওয়ায় বিভোর হয়ে ভাসি
আমার মুখ কি মনে পড়ে তোমার হৃদয়ে
নাকি বসে আছি আমি শুধু মিথ্যের আশা নিয়ে।।