ঘাসবালিশেরা পাশ ফেরানো থাক
বিছানার নিচে ঘুম পিয়ানো থাক
মিছি মিছি কিছু মোম জ্বালানো থাক
বর্ষার তপ্ত দুপরে হাসিটা চির সবুজ থাক
মনের জানালাটা খোলা থাক
দখিনা হাওয়ায় চুল গুলো উড়তে থাক
বৃষ্টির জল টুকু তোমার চুল ছুয়ে শেষ বিন্দু হয়ে পরতে থাক
জ্যোত্স্না রাতে নদীর বুকে নৌকাটা ভাসতে থাক
কাঁচামিঠে ছোঁয়া দিয়ে মন মাপতে থাক
ছোট কাগজের ভিরে মন ছাপতে থাক
অভীমানের ঝগড়টা ও চলতে থাক
মনের কষ্টটা ও বয়ে যাক
মনে থাকে না যে মন খারাপ ই মন
দেখা না দিলে।।