এলোমেলো বৃষ্টিতে আমার জানালাটা এখনো ভিজে

একটু আগে এক পসলা বৃষ্টি হয়ে গেল,

কেনজানি মনটাও আজ বৃষ্টিতে ভিজে গেছে

ভেজা মন ভেজা জানালা।

বাহিরের  ঝড়ো বাতাসটা আরও শীতল করে তুলেছে

গ্রীস্মের তপ্ত বুকে আজ

বৃষ্টির একটুখানি আদুরে ছোঁয়াতে,

শুকিয়ে যাওয়া কবিতা সতেজ হয়ে উঠেছে ।

ভেজা মন চায় কবিতা লিখতে

আজ কবিণীর মন ছুয়েছে তাকে ।

শব্দেরাও আজ ভিজে গেছে

আজ তারা আর চায় না ধরা দিতে

তবু আজ মন কিছু বলতে যেয়েও থমকে যায়

আজ ক্ষণে ক্ষণে শুধু এতটুকুই বলে যায়

আজ বৃষ্টি ছুঁয়েছে তাকে ।।