পাছে ছুঁয়ে দিই,
যদি তাই সযত্নে সরিয়ে রাখো হাত।
প্রদক্ষিণরত পাখিদের ডাকে দুপুর নামলে,
ছড়িয়ে দাও সারাদিনের অপেক্ষার ফসল,
এক থালা ভাত।
ঝিলের পদ্ম বনে ঘুমোয়,
ঢোঁড়া, হেলে, আরো যাবতীয় জলসাপ।
ঘাটের পাটে বিকেল নেমে এলে,
তুলসীতলায় পড়ে
তোমার লক্ষী পায়ের ছাপ।
কে তুমি মেয়ে?
বনলতা, লাবণ্য, নীরা,
নাকি ময়ূরাক্ষী, তিস্তা, কংসাবতী...
জড়িয়ে আছ ঘাসের আগায়,
ফুলের গায়ে গায়ে।।