তুমিও খুঁজে পাও,
এক কান্না রাখার গাছ।
এক আদর রাখার কোল,
এক মাথা গোঁজার ঠাঁই,
এক বকুল গাছের দোল।।
পাও পদ্মবনের ভ্রমর,
কচি আমের বোল।
তুমিও খুঁজে পাও,
পাও জল টুপ টুপ ফোঁটা
চোখের ধেবড়ে যাওয়া কাজল,
কান্না গোটা গোটা।
থাক গরম ভাতের বাস,
ভর চৈত্রে থালা ভরা
সজনে ডাঁটার শাঁস।
থাক চলকে পড়া জল,
অল্প হাওয়ায় কাঁপতে থাকা
কাটা ঘুড়ির দল।
তুমিও খুঁজে পাও,
পাও উথলে ওঠা দুধ,
তাতে ভেসে ওঠা মুড়ি।
শীত জ্বর জ্বর নক্সিকাঁথায়
সোহাগ এক ঝুড়ি।
তুমিও খুঁজে পাও,
তুমিও খুঁজে পাও।।