একবার পিছন ফিরে তাকাও
দেখো আমি দাঁড়িয়ে আছি।
সমস্ত সম্পদ তুচ্ছ করে
উপত্যকার শান্ত সমাহিত কোণে,
মৃত্যুর কাছাকাছি।
আমার পরিচয় জানে বেতাল হাওয়া,
জানে আলো না ফোটা একাদশীর রাত।
জানে অর্ধশতাব্দীর ও বেশি পুরোনো মাজার
জানে তোমার সহজ দুটো হাত।।