কত কথার আঁকিবুকি কত ফুল পাতা পাখি দিয়ে
ভরিয়ে তুলি কাঁথার সেলাই।
কত রঙ সুতো,
লাল, নীল, গোলাপি, সবুজ, তুঁতে, ছাই।
পুঁতে রাখি মাটিতে একটা একটা করে দিন।
বুকের মধ্যে আঁচড় কাটে অসুখ
ব্যথা হয় চিন চিন।
মেন্টালি সিক বলে জবাব দিয়েছে ডাক্তার,
ক্ষতি কি, একটু না হয় আলাদা
একটু না হয় অকারণ হাসিই আমি বার বার।
অন্যরা জানেনা ফুলেদের ভালবাসা,
পাতাদের কাছে আসা
পাখিদের আরো দূর যাত্রায় ভাসা র খবর।
আমি জানি,
ওরা বলে আমি নাকি ওদের মা, মহারানী।
মহল বলতে, কোণের ঘর টুকুই আমার।
ছ’খানা দরজা, বারো টা জানলায় খুশীর রঙ হাজার।
আমার ঘরেই আকাশ নামে বারোমাস
তারারা গল্প করতে আসে,
আসে দূরদেশি চাঁদের পাহাড়।
ফুলকারি নকশায় ছুঁচ চলতে থাকে
ঠাস বুনোটে বারবার।
লাল নীল সুতোয় বছর চরকা কাটে
এক দুই তিন চার.....
এক দুই তিন চার........