যেন বালক তুমি এক্কেবারে শিশুর ভাব তোমার।
সবে জন্মে চোখ ফুটেই দেখছ মাটি জল নদী পাহাড়।
আসলে দেখছ মেয়ে,
দেখছ শরীর।
জন্মেছ যার বুকে, সেও তো তাই,
ও সব বোধের বোধোদয়
তোমার নাই।
ট্রেনে, বাসে, ফুটপাথে, রাস্তায়
খুঁজে চলেছে চোখ,
কে যায়, কেমন যায়
সামনে থেকে পেছন,
পুরো ‘দশে দশ’ মাপা চাই।
কেউ দেয়না, দিতে পারেনা,
তোমাদের বাড়া ভাতে এক মুঠো ছাই??
ধারণ করতে গেলে যে মাটি লাগে
জল লাগে, বুকের বল লাগে,
তা তোমাদের নাই।
পুরুষ, তোমার পেটে খিদে, মুখে লাজ,
ভগবানের ও সাধ্যি কি তা মেটায়।
ভয়ে কেটে ফেললে জিভ?
ভেঙে দিলে শিরদাঁঁড়া?
আর কি বা পারো?
আমাদের দমিয়ে রাখতে ছাড়া?
লজ্জা হয়, ঘেন্না হয়, তোমাদের দেখে,
পশুর ও অধম তুমি,
কি স্বাদ পাও, ‘নারী মাংস’ চেখে?