একমুঠো ছাই পড়ে আছে
জ্বলে শেষ হওয়া উনুনের মুখে।
দু মুঠো ভাত বসিয়েছিল লুলকার মা,
খাবে নুন কাঁচা মরিচ ঘষে এ তাত পুড়া দুপুরে। খিদের অসুখে।

পাখিটাও জানান দেয় অস্ত্বিত্বের
দিবারাত্রি চিল চিৎকার করে।
খাঁচার শিকে মাথা কুটে মরে।
ইচ্ছে হলেও উড়িয়ে দিতে পারেনা তাকে লুলকার মা খাঁচা খুলে।
লাতিটা কুড়িয়ে পেয়েছিল ওই বনবিবি থানে
বুকে করে এনেছিল তুলে।

শুধু অপেক্ষা টুকু নিয়েই টিকে থাকার লড়াইয়ে নেমেছে সে এখন।
লাতি বউ ছেলে সবাই যে পরিযায়ী  শ্রমিক,
অনেক টা সিজিনে উড়ে আসা যাওয়া করা
পাখির মতন।

বাবুরা,
মধুখালি গাঁয়ের শিবু সোরেনের ছেলে লুলকা সোরেন কে চিনোহো তুমরা??
কুনু খোঁজ দিতে পারো?
কুন রাস্তায় হাঁটছে আমার ছেলে বউমা লাতি....
গেরামের বাকিরা আরো.....??