মাঝে মাঝে, কথা দেওয়া ‘কথা’ না রাখাও ভালো।
সব ‘কথা’ই যে, দেওয়া হয়েছে বলেই রাখতে হবে
এমন মাথার দিব্যি কে দিল?
নাহ কেউ দেয়নি কোথাও,
দলিল করে লেখাও নেই সে কথা।
তবে? তবে জাননা?
এভাবেই তো অপেক্ষা’রা মজবুত হয়।  
পোড় খাওয়া বটের গায়ে সুতো জড়িয়ে,  
ঢেকে  রাখে লাল নীল হলদে সব ক্ষত।
ইচ্ছে’রা মাথা নিচু করে প্রহর গোনে
ভাগাড়ের শকুনের মত।
আর ভালবাসা?
হুম, সেও সুতো’য় ঢিল ছেড়ে  
আরো উঁচু আকাশে ঘুড়ি ওড়ায়,  
এক দুই তিন ক’রে, অনেক, শত শত.......