এই যে আমি, হাত টা বাড়াও,
ছুঁয়ে দেখ বৃষ্টির জল,
ছুঁয়ে দেখ আমার মুখ,
রেখে এসো ওপাশের ঘরে
যা যা আছে পুরোনো অসুখ।
কেঁপে ওঠা ঠোঁট থেকে ভয় শুষে নাও,
আলো জ্বালাও,
প্রিয় এ নিকষ অন্ধকারে, প্রাণ দাও।
হাত টা বাড়াও।
এ ভাবে কেন এসেছে ঝড়, বাজ,
হাত টা ছুঁয়ে থাকো।
তুমি কই?
কেন কাছে নেই আজ?
জানো এমন মেঘ ঝলসে উঠলে,
আমার কিরণ কে মনে পড়ে।
তোমাকে কত বার বলেছি তার কথা।
কলেজের বন্ধু ছিল।
খুব ফরসা একেবারে লাজুক গ্রাম্য একটা মুখ।
শুধু হাসত, আর তাকিয়ে থাকত চশমার ভেতরে।
সেবার ছুটির পরে আর ফিরে আসেনি ও।
শুনেছি এমন এক মেঘ ঝলসানো বাজ
পুড়িয়ে ফেলেছিল অমন সুন্দর কচি মুখ
কালো কয়লা করে।
আজো এমন মাঠ ঘাট সাদা করে বাজ নামলে
আমার কিরণ কে মনে পড়ে।
তুমি কই?
হাত টা বাড়াও এ অন্ধকারে।
জানোই তো এত বেশি আলো আমার সহ্য হয়না
বুক ধড়ফড় করে।