একদিন যেতে হবে সে সত্য প্রতিষ্ঠিত করেই এসেছি,
আসার দিন।
তবু কার কার কাছে যেন জমা করে রাখি
গচ্ছিত কিছু ব্যথা,
আদুরে জন্মদাগ,
আর অখণ্ড ঋণ।
পলে পলে বাজে মর্ম বেদনা,
দ্বিখণ্ডিত হতে থাকি আমি, তুমি সে
প্রতিটা মানুষ।
দাগ লাগে গোছানো সংসারে,
ভাঙে কুলুঙ্গিতে রাখা হাত আয়না।
সকালের চৌকাঠে ফিরে আসুক ভাতের গন্ধ,
সেদ্ধ আলুর নরমে
ঢেকে যাক চোখের জল
ফুঁপিয়ে আসা হাহাকার কান্না.....