একটা ডাল ভাতের সংসার থাক সবার জন্য।
এক টুকরো উঠোন, যেখানে
অনায়াসে নেমে আসে অবেলার রোদ।
আশ পাশে যত্নে লাগানো,
ফুলের টবের সাথে বেড়ে উঠুক কিছু ঘাস।
আগাছা’রাও সংসার পাতুক মন খুলে।
ব্যথা’রা হোক খুদে চড়াই পাখির মত,
এই আছে, এই নেই, ক্ষুদ্র, নগণ্য।
একটা ডাল-ভাতে’র সংসার হোক সবার জন্য।
এমন তিতকুটে ঝগড়ায় লম্বা দুপুর,
পাতে দেওয়া নিমবেগুন,
যেন মিষ্টি চিনি, তার চেয়ে।
জানলা আটকে থাক পড়শি চোখে,
হাসুক ও পাড়ার হারান ঘোষের মেয়ে।
গড়াগড়ি যেই নামে আদুরে বিকেল,
পাশাপাশি দুটো চায়ের কাপ,
বাচ্চার দুধের বাটি।
সংসার ভ’রে আসে রোজ, নতুন নবান্ন।
একটা ডাল ভাতের সংসার থাক সবার জন্য।।