মাত্র কটা দিন আগেও এমন
অনুভূতি শূন্য ছিলাম না আমি।
ছিল না অকারণ জল সইতে যাওয়ার সময়।
এখন ঝরা পাতার শব্দে কান্না আসে,
আসে গা ছমছমে ভয়!
বসন্তে পলাশ ফুটেছে তবু-
তবু বুঝি সে আমার নয়।
হাতে হাত রাখার আগেই,
চোখ ঠেরে ওঠে আয়ুরেখা।
জানি রাত্রি নিশুত হলেই আজও তুমি
পা টিপে টিপে চন্দন বনে যাও
সম্পূর্ণ একা একা!